মোঃ সুমন প্রাং
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার তিনটি আসনে নৌকার প্রার্থী, ৬টি আসনে জাকের পার্টি ও দুটি আসন থেকে ২ স্বতন্ত্র প্রার্থী সহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া -২ আসনে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান মানিক, বগুড়া -৩ আসনে সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া -৪ আসনে হেলাল উদ্দিন কবিরাজ, জাকের পার্টি থেকে বগুড়া-২ আসনে আজগর আলী, বগুড়া-৩ আসনে গোলাম মোস্তফা, বগুড়া -৪ আসনে আব্দুর রশিদ সরদার, বগুড়া -৫ মাসুম রানা ওয়াসিম, বগুড়া -৬ আসনে মোহাম্মদ ফয়সাল বিন শফিক, ও বগুড়া -৭ আসনে নাজির মাহমুদ রতন, বগুড়া -১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান, বগুড়া -৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য প্রার্থিরা আবেদন জমা দেন।
এদিকে আওয়ামী লীগের ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করতে কেন্দ্রীয় থেকে চিঠি দেয়া হয়েছে।
জাকের পার্টির বগুড়ার সভাপতি মোহাম্মদ ফয়সাল বিন শফিক জানান, বগুড়ার ৬টি আসনে তাদের প্রার্থী ছিলেন, তারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, জেলার ৭টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৮৯ জন প্রার্থী, তার মধ্যে স্বতন্ত্র ৩৭ জন। যাচাই-বাছাই শেষে ৫৯ জন কে বৈধ প্রার্থী ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। পরে আপিল করে প্রার্থীতা ফিরে পান ৫ প্রার্থী। সবমিলিয়ে আওয়ামী লীগ জাপা জাসদ স্বতন্ত্র প্রার্থী মিলে ৬৪ প্রার্থী বৈধ ছিলেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, জেলার ৭টি আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সবমিলিয়ে ৫৩ জন প্রার্থী রয়েছেন। আমরা অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবো।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.