শরিফুল ইসলাম ফেনী প্রতিনিধিঃ-
ফেনীর দাগনভূঁইয়ায় সরকারি টিসিবির মালামাল চুরি করে বিক্রি করে দেওয়ার সময় নজরুল ইসলাম বাঙ্গালি নামের এক ডিলারের বাড়ির আঙিনা থেকে ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল, ৮৩ বোতল (২ লিটারের বোতল) তেল উদ্ধার করেছে প্রশাসন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের দিঘীর জান নামক এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, টিসিবির মালামাল জনগণকে না দিয়ে বিক্রির চেষ্টা করছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারমিন এক অভিযান পরিচালনা করে এ মালামালগুলো উদ্ধার করেন। অভিযানের টের পেয়ে ডিলার নজরুল ইসলাম বাঙ্গালি পালিয়ে যায়।
নজরুল ইসলাম বাঙ্গালী উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের রুস্তম আলীর ছেলে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ডিলারের বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.