উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী কুড়িগ্রাম:
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফুলবাড়ি উপজেলা শাখার আয়োজনে আজ সোমবার এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ি ডিগ্রী কলেজ সম্মুখে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, নন্দন চন্দ্র মিঠুন, আশরাফুল ইসলাম, হাসানুর রহমান, সুমন কুমার রায়, রমজান আলী রনি, জেলাল সরকারসহ অন্য নেতৃবৃন্দ। এছাড়া, ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মিলন মিয়া, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ও সিরাজুল ইসলামসহ দলটির আরও কর্মীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ধর্ষণকারীদের ফাঁসির দাবি জানান।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2025 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.