ফুলবাড়িতে চারদলীয় কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

১৭-১১-২০২৪

আহসান হাবিব,(ফুলবাড়ি) কুড়িগ্রাম,সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে হারিয়ে যেতে চলা ঐতিহ্যবাহী কাবাডি খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ১৬ ই নভেম্বর শনিবার রাত আট ঘটিকায় চার দলীয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। কাশিপুর বাজার সংলগ্ন স্কুল মোড়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাগলা বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরেজমিনে গিয়ে দেখা যায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই কাবাডি খেলা দেখতে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় ব্যক্তি ফজলুল হক সাইদুল ইসলাম সহ অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা হারিয়ে যাওয়া এ খেলাটির আয়োজন দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত। আয়োজক কমিটির লিমন বলেন তারা যে উৎসাহ পেয়েছেন আগামীতে প্রতিবছর এই খেলার আয়োজন করবেন। খেলা শেষে বিজয়ী দলকে প্রধান অতিথি ট্রফি প্রদান করেন ।

আহসান হাবিব ০১৭১৯৫১৫৭১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *