সুমিত সরকার উদয়
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলপুরে বিষেষ চাহিদা সম্পন্ন তিন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা প্রসাশন জানতে পারে হুইল চেয়ারের অভাবে উপজেলার রুপসী ইউনিয়ন এর তৌফিক(৬), কামরুল(৭) ও সজীব(৫) নামের তিনজন শিশু চলাফেরা করতে পারছে না। এছাড়াও শিশুগুলো কে নিয়ে ঘর থেকে বাহিরে বের করা অভিভাবকদের খুব কষ্টজনক হয়ে দাঁড়িয়েছে।
এমন সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এম.সাজ্জাদুল হাসান জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর পক্ষ থেকে হুইলচেয়ারের ব্যবস্থা করে বৃহস্পতিবার বিকাল ৩টা ২০ মিনিটে শিশুদের মাঝে হস্তান্তর করেন।
বিশেষ চাহিদা সম্পন্ন ঐ তিন শিশুকে তিনটি হুইল চেয়ার উপহার প্রদান করার পর শিশুদের মুখে হাসি দেখা যায়। এছাড়া অভিভাবকদের মুখে স্বস্তির ছাপ ফুটে উঠে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন জনবান্ধব ইউএনও এম সাজ্জাদুল হাসান, উপজেলার পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান শমসের আলী সহ প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকগণ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.