সুমিত সরকার উদয়
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলপুর উপজেলাধীন প্রায় অর্ধ শতাধিক সরকারী ও বেসরকারী স্কুলে'র শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।
নতুন বছরের প্রথম দিনে চারপাশে অসংখ্য শিক্ষার্থীদের কোলাহল ও উত্তেজনা । শিক্ষার্থীদের সামাল দিতে প্রস্তুত ছিলো প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সীমাহীন আনন্দ আর বাঁধভাঙ্গা উল্লাস ছোট্ট শিক্ষার্থীদের। ভীষণ খুশি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও। আর এই সকল কিছুই বই উৎসবকে কেন্দ্র করে।
সারা দেশের ন্যায় বই উৎসবে নিজেদের সামিল করেছে ফুলপুরের পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির প্রায় ৩ হাজার শিক্ষার্থী নতুন বই হাতে পায়। এই বই উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোদন করে উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.বি.এম আরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব অমিত রায় কল্লোল সহকারী কমিশনার(ভূমি),জনাব পরিতোষ সূত্রধর (একাডেমিক সুপারভাইজার),জনাব নাসরিন আক্তার (মাধ্যমিক শিক্ষা অফিসার) ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী গণ।
এনসিটিবি সূত্রে জানা যায় এবছর সারা দেশে এই বই উৎসবে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই বিতরণ করা হবে। এরমধ্যে শিক্ষক সহায়িকা রয়েছে ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.