হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে পুণ্যস্নানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব শেষ হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের আগে জোয়ারের পানিতে পুণ্যস্নান করার মধ্য দিয়ে এই উৎসবের ইতি টানেন পূন্যার্থীরা। স্নানের মাধ্যমে হাজার হাজার পুণ্যার্থী তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন ভগমান শ্রী কৃষ্ণের কাছে।এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেড়শ বছরের পুরানো এই রাস উৎসব শুরু হয়। এদিন সকাল থেকেই সারাদেশ থেকে সনাতন ধর্মালম্বীরা লঞ্চ, ট্রলার ও নৌকা যোগে দুবলার চরে আসতে থাকেন। সন্ধ্যায় পূজা, আর্চনা করেন। শুক্রবার (১৫ নভেম্বর) মূল পূজা এবং মানত পরিশোধ করেন পূন্যার্থীরা।
রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু বলেন, এবারের উৎসবে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা এসেছিলেন। পূন্য স্নানের মাধ্যমে রাস পূজার আনুষ্ঠানিকতা শেষ করেছি আমরা। এর পরেই লঞ্চ, ট্রলার ও নৌকায় করে পূন্যার্থীরা গন্তবে ফিরেছেন।
সুন্দরবন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি। সনাতন ধর্মালম্বীরা তাদেরমত করে নিয়ম মেনে পূজা আর্চনা ও পূন্যস্নান করেছেন। স্নান শেষে দ্ররত্ব তারা দূবলা ছেড়েছেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.