মোঃ শামিম উদ্দিন- বাঘাইছড়ি প্রতিনিধি
২৬/৯/২০২৩
নৈসর্গিক সৌন্দর্যে পাহাড়ে গেঁড়া বাঘাইছড়ি। এরই মাঝে অবস্থিত বটতলী টু উগলছড়ি সড়ক। সড়কের দুই পাশে শুকনো মৌসুমে দিগন্ত বিস্তৃর্ত মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ আর অতিথি পাখির মেলা। বর্ষা আসলেই চারদিক থৈ থৈ করা পানি। সড়কের দুই পাশ পানিতে পরিনত হয় হাওরে। মনে হয় যেন সৌন্দর্যের বিপুল পসরা সাজিয়ে বসে আছে হাওরের প্রকৃতি। হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রতিদিন ভীড় করেন ভ্রমণ পিপাসু দর্শনার্থী এবং পর্যটক। কর্মজীবি মানুষ ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে একটু শান্তির বাতাস উপভোগ করতে উপস্থিত হয় হাওয়রের সড়কে। বিকেল হতেই সড়কে দেখা যায় পর্যটকের ভীর। সড়কে পাশে দারিয়ে যে যার মতো আনন্দ উপভোগ করে, এর মাঝে কেও মেতে উঠে আড্ডায় ও গানে ক্যামরা হাতে ব্যাস্ত ছবি তুলতে। কেও বা আবার নেমে পরে পানিতে হাওরের স্বাদ নিতে। একদল আবার মনে সুখে বোট নিয়ে গুরে বেরায় হাওরে। সন্ধ্যা নেমে আসলেই সূর্য মুখ লুকায় অসাধারণ আলোর মায়াবী ঝলকানিতে পুরো এলাকা হয়ে উঠে ঘোরলাগা আলোকময়। পাহাড় পাঁচিল হয়ে আছে বিশাল জলাশয়ের কোল। পাহাড়গুলোকে নীল মেঘ অবারিত জলরাশিকে নিজের রঙে রাঙিয়ে দিয়ে ভেসে বেড়ায়।
জলের বুকে মাঝে ভেসে ওঠে পরিযায়ী পাখির ঝাঁক।সোনালি সূর্য সোনা রঙা আলোয় চরাচরকে মুড়িয়ে দিয়ে মুখ লুকিয়েছে পাহাড় ঘেঁষা হাওরের জল। সড়কের দুই পাশে জলরাশি হয়ে উঠছে প্রাকৃতিক আকর্ষণীয় স্থান যা পর্যটকদের মন কে করছে আনন্দ ময়। এমন হাওরের সৌন্দর্য বাঘাইছড়ি বাসীকে করেছে মনোমুগ্ধকর।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.