পাহাড়ধসে মারিশ্যা-দীঘিনালা সড়কে যানচলাচল বন্ধ।

মোঃ শামিম উদ্দিন (বাঘাইছড়ি) প্রতিনিধি

২৮/৫/২০২৪
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে যানচলাচল বন্ধ।

মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারনে সারাদেশের সাথে বাঘাইছড়ির উপজেলার যানচলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে অনেক যানবাহন এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

অপরদিকে কাচালং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হওয়ার কারনে সাজেকে ইউনিয়নের বাঘাইহাট বাজার ও সাজেক-দীঘিনালা সড়কে পানি ওটার কারেন সাজেকে আটকা পরেছে পর্যটক সহ অনেক যানবাহন।

পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারেন পাহাড়ের মাটি ধস ও নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। যতো তাড়াতাড়ি সম্ভব সড়কের মাটি সরানো কাজ শুরু হবে।

বাঘাইছড়ি উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদর নেতৃত্ব সড়কের পাহাড় ধসের জায়গা গুলো পরিদর্শক করছে। অতিরিক্ত পাহাড় ধসের কারেন মাটি পরিমান বেশি হওয়াতে কিছুটা সময়ে বিলম্বিত হতে পারে, গণমাধ্যম কে এমন টা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *