হারুন শেখ
স্টাফ রিপোর্টার ।
দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের পাইকগাছা ইউনিয়নে বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসি দুইশ পরিবারের পাশে দাঁড়িয়েছে আমাদের খুলনা গ্রুপের খুলনা সাহায্য ফাউন্ডেশন ।
দেশের বিভিন্ন জেলা এ ভয়াবহ বন্যাকবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতা করা এবং চলমান বন্যা মোকাবিলায় পাইকগাছা ও হরিণ খোলা এলাকার বন্যাকবলিত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
খুলনার পাইকগাছা ইউনিয়নে হরিণ খোলা গ্রামে দুইশ পরিবারকে মুরি, চিড়া, গুড়, পানি, মোমবাতি, ওরস্যালাইন, বিস্কুট ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে আমাদের খুলনা গ্রুপের এডমিন প্যানেলের সদস্য ও আজকের দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,
এ বন্যায় চরম সংকটের মধ্যে দিনযাপন করছেন সাধারণ মানুষ এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরতরা যারা আছেন। আমরা শুধু চেয়েছি বন্যার্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়াতে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে খাবার, পানি এবং সুরক্ষা সামগ্রীর অভাব দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। আর বন্যার্তদের সহায়তায় একযোগে সরকারের সাথে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক এবং ব্যাবসায়ী প্রতিষ্ঠান।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.