পলাশবাড়ী পৌর সভা অস্থায়ী কার্যালয় থেকে সরিয়ে স্থায়ী কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

 

সাগর আহম্মেদ গাইবান্ধা প্রতিনিধি:-

পলাশবাড়ী পৌর সভা অস্থায়ী কার্যালয় গাইবান্ধা সড়ক তিন মাথা মোর থেকে সরিয়ে বগুড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

১৭ আগস্ট শনিবার পলাশবাড়ী পৌরসভা পরিষদের পক্ষ থেকে মাইকিং করে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

উল্লেখ্য গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর পৌর সভা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা।এতে পৌর সভার মুল্যবান নথিপত্র পুরে ভস্মীভূত হয়ে যায়।

এই ঘটনায় কয়েক দিন পৌর সভার নাগরিক কার্যক্রম বন্ধ থাকে।ফলে চরম দুর্ভোগে পরে সাধারণ মানুষ।

পরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকসহ উর্ধ্বতন কর্মকতারা সরেজমিন পরিদর্শন শেষে পৌর সভার নিজস্ব জমি পুরাতন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আগামী ১৮ আগষ্ট রোববার থেকে পৌর সভার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন পৌরসভা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *