পলাশবাড়ী,প্রতিনিধি,মোঃরাসেল মাহামুদ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার-এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে উন্মুক্ত মঞ্চে ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন, মোছা. আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম মন্ডল, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার, পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোহাম্মাদ মাহবুবুল আলম মিল্টন, অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক আব্দুল বারী সরকার, সুশীল চন্দ্র সরকার, আই.ম মিজানুর রহমান, ফারুকুল ইসলাম, শফিউল আলম, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু, সহ-সভাপতি সাইদুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ও
অভিভাবক এটিএম মিজানুর রহমান খান সুজন, প্রাক্তন শিক্ষার্থী মাহমুদ, শিক্ষার্থীদের মধ্যে আফিয়া জয়নাব মেধা, ফাবিহা তাবাসুম ফিহা, মারুফা মিজান মাহি ও মুনকার নাহিনসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী শাহরিয়ার কবির সৌমিক ও এসএসসি পরীক্ষার্থী জাবির আস-আদ খান। পরে প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকারকে বিদায়ী সংবর্ধনা প্রদান শেষে তাঁকে ঘোড়ার গাড়ি করে বাড়ীতে পৌছে দেয়া হয়।
উল্লেখ্য, পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার-এঁর চাকুরী মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। তাই তাঁকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। তাঁর স্থলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র সহকারি শিক্ষক আব্দুল বারী সরকারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়##
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.