পলাশবাড়ী প্রতিনিধি:মোঃরাসেল মাহামুদ,।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের বিরুদ্ধে সীমাহীন অনিয়মের অভিযোগ করেছেন সেবা প্রার্থীরা।সময়ের ব্যাবধানে অনিয়মের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যাতে করে এই হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।
২ জানুয়ারি মঙ্গলবার সকাল সারে ১০ টায় সরেজমিন তথ্যানুসন্ধানে দেখাযায় হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার রাহাত আল রাজীব কর্মস্থলে আসে নি।কথা বলে যানাযায় তিনি জেলা শহরে অবস্থান করেন ফলে কর্মস্থলে আসতে প্রতিনিয়ত তার দেরি হয়।
হাসপাতালে ভর্তি বিষক্রিয়ায় অসুস্থ ৫ শিশুর পরিবার চিকিৎসকের খোজে গোটা হাসপাতাল পাগলের মত ছুটাছুটি করলে ও কোন ডাক্তারের দেখা পায় নি।স্বজনদের অভিযোগ বিষক্রিয়ায় আক্রান্ত শিশুদের ঠিকমত চিকিৎসা সেবা দিচ্ছেন না ডাক্তাররা।সরবরাহ দেয়া হচ্ছে না শিশুদের ক্যানোলাসহ প্রয়োজনীয় ঔষধ।
বিষয়টি তারা সাংবাদিকদের অবগত করলে সাংবাদিকরা কর্তব্যরত চিকিৎসক গাউসুল আযমের নিকট আবাসিক মেডিকেল অফিসার রাহাত আল রাজীবের নাম্বার চাইলে তিনি নাম্বার দিতে অস্বীকৃতি প্রদান করেন।এসময় সাংবাদিকদের সাথে ডাক্তার গাউসুল আযমের বাকবিতন্ডার সৃষ্টি হয়।
পরে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আনিসুর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
এ ঘটনার পর থেকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আনিছুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার রাহাত আল রাজীব ও ডা: গাউছুল আযমের সীমাহীন অনিয়মের অভিযোগ তদন্তসহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।২য় পর্বে থাকছে হাসপাতালে দালালদের দৌরাত্ম।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.