সাগর আহম্মেদ পলাশবাড়ী গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলাকে ভূমিহীন ও গূহহীন মুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বুধবার (৯ আগষ্ট )সকালে এ ঘোষণা দেন।
জানা যায়, সরকার সারাদেশে ২২ হাজার ১শ একটি ভূমিহীন ও গূহহীন পরিবারকে মুজিব বর্ষ উপলক্ষে জমিসহ ঘর প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ কার্যক্রমের অংশ হিসেবে ১২ জেলার ১২৩ টি উপজেলাসহ পলাশবাড়ী উপজেলাকে ভূমিহীন ও গূহহীন মুক্ত ঘোষনা করা হয়। এসময় তিনি আরও বলেন,এসব এলাকায় পরবর্তীতে যারা ভূমিহীন ও গূহহীন থাকবে তাদের আবেদনের প্রেক্ষিতে দ্রুত ভূমি ও গূহ প্রদান করার ঘোষণা প্রদান করেন।এরপর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে উপজেলার ১৮০ উপকারভোগী পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিলপত্রাদি হস্তান্তর করা হয়। এসব তুলে দেন রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফজলুল কবির এবং জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এসময় উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার কামাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান সিদ্দিক,উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান রিহান,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,সি-সার্কেল উদয় কুমার সাহা,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)এস,এম ফয়েজ উদ্দিন,থানা অফিসার ইনচার্জ আরজু সাজ্জাদ ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.