পলাশবাড়ীতে ভূয়া সনদে চাকুরির ঘটনায় অভিভাবক সদস্যকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেল।

সাগর আহম্মেদ পলাশবাড়ী গাইবান্ধা প্রতিনিধি:

পলাশবাড়ীতে ভূয়া সনদে মাদ্রাসায় চাকুরী, অভিভাবক সদস্য কর্তৃক কোর্টে মামলাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিলের ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগকারীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠের বাজার আবু বক্কর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ও কতিপয় অসাধু ব্যক্তি যোগসাজসে মোটাঅংকের উৎকোচ গ্রহণে ওই মাদ্রাসায় সুশীল কুমার ও মিশু আক্তারকে গোপনে এবং অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া চালায়। বিষয়টি জানতে পেরে ওই মাদ্রাসার একাধিক অভিভাবক সদস্য নিয়োগ বাতিলের জন্য গাইবান্ধা জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করে। মামলাটি বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় গত ২৩/০৬/২০২৩ইং তারিখে একটি অবৈধ নিয়োগ বোর্ড গঠন করে সুশীল কুমার ও মিশু আক্তারকে পুনরায় নিয়োগ দেয়ার প্রক্রিয়া চালায়।
উক্ত মাদ্রাসার অভিভাবক সদস্য নাজমুল হক প্রধান, আব্দুল মালেক মন্ডল ও খয়বার সর্দার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অবৈধ নিয়োগ বাতিলের জন্য অভিযোগ দাখিল করেন।
এমতবাস্থায় উক্ত সুশীল কুমার কিছু ভাড়াটিয়া লোকজনসহ অভিযোগকারী নাজমুলকে হুমকি প্রদান করেন যে, ৮ লক্ষ টাকা ডোনেশন দিয়ে চাকুরি নিয়েছি। চাকুরি না হলে ডোনেশনের ৮ লক্ষ টাকা ফেরৎসহ সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি প্রদান করেন। নিরুপায় হয়ে অভিভাবক সদস্য নাজমুল হক, আব্দুল মালেক মন্ডল, খয়বার সর্দার ৫ আগস্ট এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *