পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারপিট,হাসপাতালে চিকিৎসাধীন,
পলাশবাড়ী প্রতিনিধি,মোঃ রাসেল মাহামুদ,
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির সূর্য সন্তান,বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মুঞ্জুয়ারা বেগম (৫৫) কে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।আহত মুঞ্জুয়ারা বেগম চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। মুঞ্জুয়ারা বেগমের বাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়েনর রাজনগর গ্রামে,তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খন্দকারের স্ত্রী।
এ ব্যাপারে মুঞ্জুয়ারা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মুঞ্জুয়ারা বেগমের পরিবারের সাথে তারই ভাগি শরীক রাজনগর গ্রামের মোকছেদ খন্দকারের ছেলে সাগর খন্দকারের সাথে দীর্ঘদিন থেকেই পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য চলে আসছিল,১১ ফেব্রুয়ারি রবিবার দুপুরে সাগর খন্দকার মুঞ্জুয়ারা বেগমের পরিবারের
লোকজনকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে এতে মুঞ্জুয়ারা বেগম গালিগালাজ করতে নিষেধ করায় সাগর খন্দকার ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে মুঞ্জুয়ারা বেগমের মাথাসহ শরীর বিভিন্ন স্থানে আঘাত করে।
মুঞ্জুয়ারা বেগমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সাগর খন্দকার বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে চলে গেলে স্থানীয়রা মুঞ্জুয়ারা বেগমকে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।এ ব্যাপারে মুঞ্জুয়ারা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন,জানান,একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারপিটের অভিযোগ পেয়েছি,ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.