পলাশবাড়ীতে পানি ও খাবার স্যালাইন বিতরণ
রাসেল মাহামুদ পলাশবাড়ী প্রতিনিধি,
বৃষ্টিহীন বৈশাখের খরতাপে পুড়ছে সারা দেশ। গাইবান্ধার পলাশবাড়ীতেও তীব্র তাপদাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তাই শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের প্রতিদিনের কাজকর্মে ক্লান্তি আর পানিশূন্যতা দূর করতে রাস্তায় তৎপর ভূমিকিা পালন করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১২.৩০ মিনিটে রাব্বির মোড় থেকে জনপ্রিয় এই ছাত্রসংগঠনটি পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করে। গাইবান্ধা জেলা সেক্রেটারী শাকিল আহমেদের নেতৃত্বে পলাশবাড়ী থানা সভাপতি মোঃ আব্দুর অহাব ও সেক্রেটারি মেহেদী হাসান সহ নেতাকর্মীরা শহরের বিভিন্ন মোড়ে বিনা পয়সায় এই খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন। এই সময় তৃঞ্চার্ত পথচারীদের মধ্যে ২৫০ বোতল পানি ও একটি করে খাবার স্যালাইন বিতরণ করা হয়।
তীব্র দাবদাহ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে গোটাদেশব্যাপী পানি বিতরণসহ বিভিন্ন প্রকার মানবিক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। ছাত্রশিবিরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানূষ-জন,
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.