সাগর আহম্মেদ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর শিশু বায়োজিদ হত্যা মামলার অন্যতম আসামি সিরিকুল গণধোলাইয়ে নিহত।
জানা যায়,উপজেলার মনোহরপুর ইউনিয়নের বালুখোলা গ্রামের সৌদি প্রবাসীর ছেলে শিশু বায়োজিদকে শ্বাসরোধে হত্যা করে টুকরো টুকরো করে ধানের জমিতে ফেলে দেয় গনধোলাইয়ে নিহত সিরিকুল ইসলাম (৫০)। এ ঘটনায় নিহত বায়োজিদের মা সিরিকুলসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর নিহত সিরিকুল জামিনে এসে বেতকাপা ও মহদীপুর ইউপির ঢোলভাঙ্গা বাজারে বসবাস করতে থাকেন। এক পর্যায়ে শনিবার (১৪ অক্টোবর )রাত ৮ টার সময় উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারের মুকুলের হোটেলে শিশু বায়োজিদ হত্যা মামলার অন্যতম আসামি সিরিকুল অবস্থান করছে। এমন খবরে বালুখোলা গ্রামের হাজার খানেক উত্তেজিত নারী-পুরুষ সিরিকুলকে হোটেল থেকে টেনে হেঁচরে বের করে যে যার মতো করে কুল-ঘুষি,লার্থি ও লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে চলে যায়। পরে ঘটনাস্থল হতে পুলিশ সিরিকুল ইসলামের লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এরপর পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বতর্মানে উক্ত স্থানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। পলাশবাড়ী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন,লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.