মো.নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
পবিত্র ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে নবীগঞ্জে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া'র যৌথ উদ্যোগে মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৫ অক্টোবর ২০২৩ রবিবার বিকাল আড়াইটায় কয়েক হাজার আশেকে রাসূলের অংশগ্রহণের ৃমাধ্যমে শহরের হাজারী কমিউনিটি সেন্টার থেকে মুবারক র্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে মিলিত হয়। অংশগ্রহণকারীদের নাতে রাসূল (দ.) ধ্বনিতে মুখরিত হয় নবীগঞ্জের আকাশ বাতাস। শান্তিপূর্ন র্যালিতে প্রিয় নবীর শানে দুরুদ ও সালাম পেশ করেন আশিকে রাসূলগণ।
রবিউল আউয়াল মাস আসলেই মুমিন হৃদয়ে বেজে উঠে খুশির আমেজ।
যখন আইয়ামে জাহিলিয়াতের যোগে অন্ধকারে নিমজ্জিত ছিল এ ধরা। তখন শান্তির বার্তা নিয়ে আসেন রাসুলে কারিম (দ.)। প্রিয় নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙ্গ-বেরঙ্গের পেষ্টুন ও প্লেকার্ড র্যালিতে শোভা বর্ধন করে। আশেকে রাসুল ছাত্র জনতার সুরে সুরে ধনিত হয় প্রিয় নবীর প্রশংসাগীতি।
এর আগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে সকাল ১১টায় হাজারী কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা মোহাম্মদ সাজ্জাদুর রহমান ও বাংলাদেশ তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলার সভাপতি ফয়েজ আহমদ নোমানের যৌথ সভাপতিত্বে আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা গোলজার আহমদ ও তালামীযের সাধারন সম্পাদক শেখ এম মোজাহিদ আহমদ এর পরিচালনায় মুবারক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপমহাদেশে প্রখ্যাত আলেমে দ্বীন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর সুযোগ্য উত্তরসূরি ও ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি আল্লামা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সদস্য কাজী মাওলানা এম হাসান আলী, সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা এম.এ নুর, সাবেক কেন্দ্রীয় তালামীযের সহ-অফিস সম্পাদক, মোঃ লিয়াকত আলী তালুকদার, নবীগঞ্জ উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি কাজী মাওলানা মাহবুব আহমদ, নবীগঞ্জ ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সাধারণ সম্পাদক হাফিজ মুজিবুর রহমান, স্পেন আল ইসলাহর কোষাধ্যক্ষ হাসান রাজা তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তালামীযের সদস্য মোঃ ছাদেকুর রহমান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তালামীযে সভাপতি মোঃ আমিমুল এহসান তাহছিন, সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান, সাবেক সহ-সভাপতি হাফিজ ক্বারী জালাল উদ্দিন মোহাম্মদ ধন মিয়া, সাবেক সহ-সভাপতি মোঃ ইমরান আল ইমন।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ আব্দুল মুকিত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান শেফু, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি বদরুজ্জামান ছানু।
উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর তালামীযের সভাপতি জহুরুল ইসলাম রাহুল, সাধারন সম্পাদক শাহরিয়ার আহমদ শাওন, নবীগঞ্জ সরকারি কলেজ তালামীযের সহ-সভাপতি আফজল হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়ন, কলেজ শাখা, পৌর শাখা, আঞ্চলিক শাখা, প্রতিষ্ঠান শাখা, ওয়ার্ড শাখার আল ইসলাহ ও তালামীযের প্রতিনিধিবৃন্দ দ্বায়িত্বশীলগন, প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষক বৃন্দ, হাফিজবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক দ্বায়িত্বশীলগণ, মিডিয়ার ব্যক্তিবৃন্দ এবং নবী প্রেমিক, রাসূল প্রেমিক ও সর্বস্থরের মুসলিম জনতা।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.