পটুয়াখালী জেলা জেল হাজতে কলাপাড়ার বাসিন্দার মৃত্যু।

এম ফয়সাল মাহমুদ (অনিক) উপজেলা প্রতিনিধি কলাপাড়া, পটুয়াখালী।

পটুয়াখালী জেলা কারাগারে কলাপাড়া উপজেলার বাসিন্দা মোসলোম আলী খলিফা(৬৬) হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপসতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন।
হাজতি ২২০৭/২৩ মোসলেম আলী খলিফা (৬৬) কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেম উদ্দিন খলিফার পুত্র। গত ০৩ জুলাই কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে দায়রা-৫০৭/২৩ জি.আর-৪৩৫/১৯ (কলাপাড়া),ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩২৩/৩২৫/৩০২/৩৪/১০৯ দঃবিঃ মামলা মূলে পটুয়াখালী কারাগারে হাজতি হিসেবে আসেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযারী ঔষধ সেবন করে আসছেন। কারাগারে আসার পরেও কারা হাসপাতালের মাধ্যমে তার উক্ত রোগের চিকিৎসা ও ঔষধ চলমান ছিলো।
৭ আগস্ট বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাৎক্ষণিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,মৃত হাজতির লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আগামীকাল লাশ ময়না তদন্ত সাপেক্ষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া রয়েছে তা সব কিছু পালন করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *