নোয়াখালী প্রতিনিধি—
সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এশফাকুল হক মান্না আলিম মাদরাসার শিক্ষক এবং ছাত্রদের সমন্বয়ে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মুফতি বদর উদ্দিন, সহ-অধ্যক্ষ মাওলানা আবুল কাশেমসহ মাদরাসার শিক্ষক মন্ডলি
প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সুদৃষ্টির দাবি জানান তারা।
এছাড়া দিবসটি উপলক্ষে নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা এবং র্র্যালির আয়োজন করা হয়।