রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :
নেত্রকোণা- ৪ আসনের (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আওয়ামী লীগ প্রার্থী সাজ্জাদুল হাসান এমপি, জাতীয় পার্টির অ্যাডভোকেট লিয়াকত আলী খান ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মোঃ মুশফিকুর রহমান এর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ। অন্য দিকে, স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ ও তৃণমূল বিএনপি’র প্রার্থী মো. আল-মামুন এর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে নেত্রকোণা- ৪ আসনের মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থিতা যাচাই-বাছাই বোর্ড প্রধান রিটার্নিং প্রধান কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান। স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ এর সমর্থনকারী ১% ভোটারের তালিকায় দেওয়া তথ্য সঠিকভাবে যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থীতা বাতিল করা হয়েছে ও তৃণমূল বিএনপি’র প্রার্থী মো. আল-মামুনের ঋণ খেলাপের দায়ে বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানান। বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ বলেন, ‘মনোনয়ন বৈধ ঘোষণার ব্যাপারে আমি আপিল করবো।’ প্রসঙ্গত এ আসনে ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.