তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে বিদেশী পিস্তল সহ তরিকুল আলম ইসলাম ওরফে পিচ্চি লিটন (৩৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩, সিপিসি-২।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার ডিমলা উপজেলার ভেন্টিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন নীলফামারী সদর উপজেলার কচুকাটা এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে। বিকেলে র্যাব-১৩, সিপিসি-২ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর র্যাব-১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান,‘ডিমলা উপজেলায় বেশ কিছুদিন ধরে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে আমাদের কাছে খবর আসে। এই খবরের সূত্র ধরে আমাদের গোয়েন্দা তৎপরতা শুরু হয়। এরপর আমরা খবর পাই কতিপয় অস্ত্রব্যবসায়ী অস্ত্র বেচা কেনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে।
এরই প্রেক্ষিতে গোপনে অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অস্ত্র ব্যবসায়ী পিচ্চি লিটনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.