হাসান আহমেদ স্টাফ রিপোর্টার নারায়নগঞ্জ
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী গণসংযোগে স্বতন্ত্র প্রার্থীর এক অনুসারীকে প্রকাশ্যে টাকা বিলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
টাকা বিলি করা ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম জাহাঙ্গীর (জাহাঙ্গীর মাস্টার)। তিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার অনুসারী বলে পরিচিত। সেইসঙ্গে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম।
ভিডিওতে দেখা যায়, শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ করছেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। তার পেছনে কর্মী-সমর্থকরা শাহজাহানের নির্বাচনী প্রতীক ‘কেটলি’র পক্ষে স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে নুরুল ইসলামকে টাকা বিলি করতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ ডিসেম্বর সকালে দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ‘কেটলি’ প্রতীকের প্রচারণায় যান ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর। ওইসময় প্রচারণার ভিডিও ধারণ করে তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন শাহজাহান ভূঁইয়ার অনুসারী ছাত্রলীগের নেতা নাসিম মোল্লা। ওই ভিডিওতে নুরুল ইসলামকে প্রকাশ্যে টাকা বিলি করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
তবে ‘কেটলি’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, ‘যে টাকা বিলি করছে সে আমার কতটুকু কাছের লোক, সে আমার নির্বাচন করে কি না সেইটা দেখার ব্যাপার আছে। ওই ব্যক্তি আমাকে বিতর্কিত করার জন্য এমনটা করেছেন কি না সেটাও একটি বিষয়। কারণ টাকা বিলিয়ে নির্বাচন আমি করি না।’
এ বিষয়ে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, ভূমিদস্যুরা যে আমার প্রতিপক্ষ প্রার্থীদের বিপুল পরিমাণ অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, প্রকাশ্যে টাকা বিলির ভিডিও তারই প্রমাণ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.