নালিতাবাড়ী প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড় উপজেলায় ঘর থেকে আল আমিন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
নিহতের পরিবার জানায়, আল আমিন গত সোমবার সন্ধ্যা ৭টায় রাতের খাবার খেয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় কিন্তু প্রতিদিনের মতো পরদিন সকালে দেরি করে উঠে দরজা খুলতে দেখা যায় নি তাকে। যখন দুপুর ঘনিয়ে আসে তখন আল আমিনের বড় ভাইয়ের স্ত্রী দুপুরের খাবার তৈরি করে আল আমিন’কে ডাকতে তার ছেলে রিহানকে পাঠায় তার ঘরে। তখন রিহান ওই ঘরের দরজায় ধাক্কা দেয় কিন্তু ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়া পরে বাড়ীর লোকজনের সাহায্যে যায় ঘরের আরেকটি দরজায় ধাক্কা দিতেই দরজাটি খুলে যায়৷ পরে তারা ঘরে ঢুকে আল আমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়৷ পরে পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করলে পুলিশে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর আজ মঙ্গলবার বিকেলে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার মামলা হয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হবে।’