নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত
মিলন হোসেন নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধিঃ
'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
'সাহিত্য,সংস্কৃতিতে ফাগুন' শিরোনামে একুশে পাঠচক্রের ২৮তম আসরে শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী,
বক্তব্য উপস্থাপনা করেন এডভোকেট সমীর উদ্দীন নিউটন, ছাইদুল ইসলাম,শিক্ষক মাহমুদুল আহসান লিটন,পৌসী সাহা,অর্ক সাহা,মিথিল সাহা।সঞ্চালনা করেন আবৃত্তিকার অরুপ দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ,শিক্ষক শঙ্করী সাহা,স্বেচ্ছাসেবক লীগ নালিতাবাড়ী উপজেলা শাখার সহসভাপতি সাদ্দাম হোসেন, শিক্ষক অমিত চক্রবর্তী,চন্দ্রিকা দ্যুতি প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন মিথিল সাহা,তাসনিম মাশুক,মুনশাআত,একুশে দ্যুতি প্রমুখ।গান পরিবেশন করেন শিক্ষক অরুপ দেবনাথ, মিথিল সাহা,শায়ন সরকার।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.