১৩-১০-২০২৪
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো :
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক টুকটুক তালুকদার।
এর আগে,আগামী প্রজন্মকে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
র্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.সালাহ্ উদ্দীন আল ওয়াদুদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) সীমা খানম,জেলা প্রশাসন কার্যালয়ের ডেপুটি নেজারত কালেক্টর মো.আশিক জামান,ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা,রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের প্রধান শামীম আহমেদ, ব্র্যাকের জেলা সমন্বয়ক মহসীন আলী,দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা প্রমুখ।
এর পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা নেতৃত্বে ওই মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ অংশ নেন। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.