নাটোর বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে যুবদল নেতার বাটাম পেটা

মোঃ রেজাউল করিম

নাটোর জেলা প্রতিনিধি

নাটোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ওপর হামলা করে হাত ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় নাটোর পৌর যুবদলের কয়েকজন নেতাকর্মীকে দায়ি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় শহরের বঙ্গজল রাজবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত ছাত্রনেতার নাম অনিক সরকার। তিনি ওই এলাকার বাসিন্দা।

অভিযুক্তরা হলেন- নাটোর পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার কর্মীরা।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাতটার দিকে অনিকের ওপর মোটরসাইকেলে আসা দুই জন অতর্কিত হামলা চালায়। এ সময় কাঠের বাটাম দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে অনিক একাত্তরকে বলেন, ১০ নভেম্বর সারাদিন আওয়ামীবিরোধী অবস্থান কর্মসূচিতে ছিলাম। বাড়িতে খাবার খেয়ে রাজবাড়ির সামনে আসি। এসময় যুবদল নেতা শিপলু ও মনি মোটরসাইকেলে এসে কোনো কথা না বলে মারধর শুরু করে।

হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, শিপলু আমাদের এলাকার। আমার প্রতি যদি তার ক্ষোভ থাকতো তাহলে আগেও কিছু বলতে পারতো। আমার মনে হয় তৃতীয় পক্ষের কেউ তাদের দিয়ে আমাকে পিটিয়ে নিলো। আমি এখন হাসপাতালে আছি। থানায় গিয়ে অভিযোগ দেবো।

এবিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত যুবদল নেতা শিপলু খোঁজ করেও পাওয়া যায়নি।

তবে আরেক অভিযুক্ত মনি বলেন, ছাত্র আন্দোলনের আগে অনিক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ওঠবস করতো। সে সময় অনেক অপকর্মের সঙ্গে সে লিপ্ত ছিল। আজ আমাদের বড় ভাই তাকে দেখে বাহিরে ঘোরাফেরা করতে নিষেধ করে। সময় সে তর্কে লিপ্ত হলে একটি থাপ্পড় দেওয়া হয়। এছাড়া অন্য কিছু নয়
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মাহাবুর রহমান বলেন, মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *