মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টার
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড় এলাকায় পারিবারিক শত্রুতার জের ধরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার বড় ভাইয়ের উপর হামলার অভিযোগ উঠেছে। বড়াইগ্রাম থানার দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, এঘটনায় আহতরা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) ও তার বড় ভাই আবু সুফিয়ান।
আহত মোহাম্মদ জামাল উদ্দিন জানান, (১)মোঃ রবিউল ইসলাম ওরফে রবি (৪০) পিতা মোহাম্মদ জাবেদ আলী (২) মোঃ আক্তার (৩৮) পিতা সালাম (৩) মোঃ সাধু (২৮) পিতা অজ্ঞাত সাং দাইড়পাড়া (৪)আঃ রাজ্জাক (৫৩) পিতা মৃত রিয়াজ উদ্দিন সাং খাসখামার (৫) মামুন (২৮) (৬)মাসুম (৩২) উভয়েরই পিতা মোঃ সাত্তার সাং চড়ইকোল এর সহিত দীর্ঘদিন যাবত শত্রুতা চলে আসছিল। তারই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটার দিকে লোহার রড, জি আই পাইপ,কাঠের বাটাম নিয়ে অনাকাঙ্খিত ভাবে আমাদের উপর হামলা করা হয়। মারপিট করে জখম করে। বড়াইগ্রাম থানাধীন রাজ্জাক মোড়ে জনৈক মোঃ মেহের আলীর চায়ের দোকানে। পরে এলাকাবাসীর সহায়তায় বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, জামাল উদ্দিন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) ও আবু সুফিয়ানের শরীরে বিভিন্ন স্থানে ফোলা কালশিরা সহ যখন হয়েছে এবং তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এলাকাবাসী ও চায়ের দোকানদার আসামীদের ভয়ে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
মামলা দায়ের করতে থানায় অভিযোগ করেছেন জখমীর কন্যা সাদিয়া তিনি বলেন, এর আগে আসামীগন মারপিট করে, চাদা দাবী করে, বাড়ি ঘর ভাংচুর করে, সেই ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে মামলাটি তুলে নেবার জন্য আসামীরা হুমকি দিয়ে আসছিল, তদন্ত চলাকালে মামলা প্রত্যাহার করতে অস্বীকার করলে মামলার বাদী আমার চাচাকে মারপিট করে এবং আমার বাবা বাঁচাতে এলে দুই ভাই কে মারপিট করে জখম করে আসামীগন। তারা বারবার প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি।এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.