মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের পর উপজেলার ভবানীপুর মাঠের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এবং লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। বুধবার (১৬ অক্টোবর) সকালে ভবানীপুরের ফসলি মাঠ এবং মাঠের পানি নিষ্কাশনের খালের বড়াইগ্রাম এবং লালপুরের অংশ পরিদর্শন করেন তারা। উল্লেখ্য গত ১৩ অক্টোবর " অস্তিত্ব নেই খালের! ১৬০০ বিঘা ফসলি জমি হুমকির মুখে" শিরোনামে জাতীয় দৈনিক সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে, বিষয়টি বড়াইগ্রাম এবং লালপুর উপজেলা প্রশাসনের নজরে আসে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিনের এই সমস্যাটির স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই উপজেলায় অবস্থিত অবৈধ দখল ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এলাকা পরিদর্শন করেন । তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে দীর্ঘদিনের এই সৃষ্ট সমস্যাটি স্থায়ী সমাধানের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রিতম কুমার , বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাদী হাসান, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, উপ- সহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার কর্মকার ও মোঃ সালাউদ্দিন, ওয়ালিয়া ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য শফিউল ইসলাম শফি, বড়াইগ্রামের ০১ নং জুয়াড়ী ইউপি'র ৯ নং ওয়ার্ড সদস্য কামাল হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.