বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জে ফুলকুমার নদীর উপর ব্রীজ নির্মিত না হওয়ায় বিপাকে শতশত পরিবার।রায়গঞ্জ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে ফুলকুমার নদীর উপর সাঁকো নির্মাণ করে পাড়াপাড় হচ্ছেন দুইপাড়ের মানুষজন। উপারে ১টি হাইস্কুল সহ ১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে জিবনের ঝুলছে নিয়ে স্কুলে যাচ্ছেন ছোট ছোট বাচ্চারা।
সরেজমিনে গিয়ে জানা যায় ব্রীজ না থাকায় চরম দূর্ভোগ পোহাচ্ছে ৫ টি গ্রামের কয়েক হাজার মানুষ । এক স্কুল ছাত্র জানান স্কুলে যেতে আমাদের সমস্যা হয় ব্রীজ নাই । এলাকাবাসীর দাবি দ্রুত এখানে একটা ব্রীজ করা হোক যাতে যাতায়াতের সুবিধা হয়।