বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেপরোয়া গতির বাস চাপায় এক পথচারী নিহত ও ২ জন আহত হয়েছে। নিহত মইজ উদ্দিন (৪৫) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নাওডাঙ্গার কুটি গ্রামের বাসিন্দা।মঙ্গলবার ( ১৩ ফেব্রুয়ারী) সকাল সোয়া ৯টার দিকে নাগেশ্বরী-ভুরুঙ্গামারী মহাসড়কের পাথারী মসজিদ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মফিজ উদ্দিনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, উপজেলার মাদিনাতুল উলুম ক্যাডেট মাদরাসায় নিহত মহিজউদ্দিনের ছেলে পড়াশোনা করে। সকালে তিনি ছেলের জন্য মাদরাসায় খাবার নিয়ে যান। এ সময় ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী হানিফ পরিবহন নামীয় অজ্ঞাতনামা একটি বাস পথচারী মইজ উদ্দিনকে (৪৫) রাস্তা পারাপারের সময় চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরেকজন পথচারী জানান আমার বাড়ীর স্কুল অটোতে এক সাথে আসেন যে লোকটি, এসে পাথারিতে নামেন তার ব্যাক্তিগত কাজে,আর বাড়ী ফেরা হলোনা তার।।অল্পের জন্য আমার বাড়ীর স্কুল অটোটাতে সেম গাড়ীটি এক্সিডেন্ট করতে করতে বেচে গেছে আমার ফুল ফ্যামিলি আল্লাহ রক্ষা করেছেন।
পরে স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে নাগেশ্বরী থানা পুলিশের সহয়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.