নাগেশ্বরীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মেধা তালিকায় ১ম কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়।

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাতে উদযাপিত হচ্ছে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। আজ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মেধা তালিকায় উপজেলায় ১ম স্থান অর্জন করেছেন কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়। কালীগঞ্জ ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দর মেধাশ্রমে আর শিক্ষকমন্ডলীদের সঠিক দিকনির্দেশনায় এমন অর্জন সফল হয়েছে বলে মনে করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিচারকমহল।

প্রকল্প উপস্থাপনে ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং প্রায় ৫০০ ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে সম্পন্ন হয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ! উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ, শ্রদ্ধেয় শিক্ষকদের সহযোগিতা, বিশেষ করে দূরদূরান্ত থেকে আগত স্কুল/কলেজ ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অবিশ্বাস্য! আমাদের স্মার্ট ছাত্রছাত্রীদের সৃষ্টিশীল উদ্ভাবন ও অনবদ্য উপস্থাপনই ছিল মেলার প্রাণ!

কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয় ১ম স্থান অর্জন করায় বিচারকমন্ডলীদের কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মেধাবী শিক্ষার্থী মিঠুন রায়। সে কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র, সে কালীগঞ্জের সরকারপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *