বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট মাস্টার পাড়া গ্রামের আব্দুল জলিল মিয়া নিজ বাড়িতে গার্মেন্টস দিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।আব্দুল জলিল ও তার স্ত্রী ঢাকা গার্মেন্টসে চাকরি করতেন। দীর্ঘদিন চাকরি করার পর তারা বর্তমানে নিজের বাড়িতেই পাচটি মেশিন দিয়ে উলের ছুয়েডার তৈরি করে বাজারে বিক্রি করছেন।
আব্দুল জলিল বলেন, দীর্ঘদিন আমরা স্বামী স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করি, বর্তমানে আমার বাড়িতে পাচটি মেশিন দিয়ে ছুয়েটার তৈরির কারখানা শুরু করেছি। আমার কারখানায় দশজন শ্রমিক কাজ করে। শ্রমিকদের মজুরি দিয়ে মাসে বিশ হাজার টাকা আয় করা সম্ভব। তবে আরো মেশিন আনতে পারলে এখান থেকে সাবলম্বী হওয়ার আশা করছি।
আব্দুল জলিলের স্ত্রী বলেন, আগে ঢাকায় চাকুরী করতাম, চাকরি করতে ভালো লাগতো না। এখন নিজের কারখানায় কাজ করতে ভালো লাগছে। টাকা পয়শার অভাবে মেশিন আনতে পারছি না। আরও মেশিন আনতে পারলে বেশি আয় করা যাবে। এছাড়াও এখানে ১০থেকে বিশজন শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.