বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নাগেশ্বরী উপজেলা পরিষদ হল রুমে, ২৫ আগষ্ট ২০২৪ চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের উদ্যোগে, ইউনিয়ন ও উপজেলা বাল্যবিবাহ প্রতরোধ কমিটিতে যুবদের আন্তভূক্তি এবং সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মোঃ ময়দান আলী, ও সিএনবি প্রকল্প সমন্বয়কারী জনাব মো. মাহমুদুল হাসান, অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার-ইয়ুথ লীড, জনাব মোঃ ইলিয়াস আলী। অনুষ্ঠানে ১৫টি যুব সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- সিএনবি প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক যুব সংগঠনগুলো সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। বাল্যবিবহা নিরোধ আইন ২০১৭ এবং বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮ বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের জন্য দায়িত্ব প্রদান করেন। বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের পরিবারগুলোকে মনিটরিং এর আওতায় রাখতে হবে। সমাজের সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে যুবদেরকে সক্রিয় থাকারও আহব্বান জানানো হয়।