বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনের কাছে মৎস্যজীবীদের অভিযোগের প্রেক্ষিতে নারায়নপুর ও বল্লভেরখাস ইউনিয়নের গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীতে মৎস্য আইনে অভিযান পরিচালনা করেন উপজীব্য মৎস্য অফিস নাগেশ্বরী । এ সময় ৫০ টি (১২০০ মিটার) চায়না দুয়ারী জাল ও ২০ টি (৪০০০ মিটার) কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে এবং ১ টি অবৈধ বাঁধ (ফিক্সড ইঞ্জিন) উচ্ছেদ করা হয়।
কচাকাটা থানা পুলিশের সহায়তায় নাগেশ্বরী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এই মৎস্য অভিযানের নেতৃত্ব দেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.