নাগেশ্বরীতে অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ এবং ধ্বংস।

 

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনের কাছে মৎস্যজীবীদের অভিযোগের প্রেক্ষিতে নারায়নপুর ও বল্লভেরখাস ইউনিয়নের গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীতে মৎস্য আইনে অভিযান পরিচালনা করেন উপজীব্য মৎস্য অফিস নাগেশ্বরী । এ সময় ৫০ টি (১২০০ মিটার) চায়না দুয়ারী জাল ও ২০ টি (৪০০০ মিটার) কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে এবং ১ টি অবৈধ বাঁধ (ফিক্সড ইঞ্জিন) উচ্ছেদ করা হয়।

কচাকাটা থানা পুলিশের সহায়তায় নাগেশ্বরী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এই মৎস্য অভিযানের নেতৃত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *