'নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ' গ্রন্থের মোড়ক উন্মোচন
সাদ্দাম উদ্দীন রাজ-নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে শেখর সন্ধানী লেখক, লোক সংস্কৃতির গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান-এর "নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ" গ্রন্থের প্রকাশনা মোড়ক উন্মোচন হয়েছে।
স্থানীয় তিনটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন
আদর্শ ছাত্র সংঘ, কিশোর উদয়ন স্টার ক্লাব ও দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার (১মার্চ) বিকেলে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জা নগর এলাকার মধ্যপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান হয়।
নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ইকবাল হোসাইন মুরাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎ, নিষ্ঠাবান ও নির্ভীক কলম সৈনিক গণমানুষের প্রিয় ও দেশের বহুল প্রচারিত স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশন-এর সিইও আব্দুল হাই সিদ্দিকী।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোর উদয়ন স্টার ক্লাব এর সভাপতি মো: রাসেল খন্দকার, আদর্শ ছাত্র সংঘ এর সভাপতি মোজাম্মেল হক ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক সোলাইমান প্রধান, প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন ভূঁইয়া কাউসার, সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, জাগরণী পাঠাগারের প্রতিষ্ঠাতা মাওলানা ডা অছিউদ্দীন আহমদ, সাজ্জাদ হোসেন কাঞ্চন, খোরশেদ আলম, সাংবাদিক এসএম শরীফ, রবিন গাজী, তোফাজ্জল হোসেন, সুমন সালাউদ্দিন, খন্দকার তমাল শামীম প্রমূখ।
নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে দেশবরেণ্য কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বহুগুণে গুণান্বিত নরসিংদীবাসির অহংকার 'আদর্শ ছাত্র সংঘ'-এর সাবেক সভাপতি, দক্ষিণ মীর্জানগর জনকল্যাণ ফাউন্ডেশন-এর সভাপতি, নরসিংদীর শেখর সন্ধানী লেখক, লোক সংস্কৃতির গবেষক ও সংগ্রাহক এই ফখরুল হাসান। স্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ১৩ টি সম্মাননা স্মারক ক্রেস্ট লেখক ফখরুল হাসানের হাতে তুলে দেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.