মোঃ সুমন প্রাং
বগুড়া জেলা প্রতিনিধিঃ
নবান্ন উৎসব উপলক্ষে আগামীকাল শনিবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে মাছ বাজারে মাছের মেলার প্রস্তুতি চলছে। প্রতি বছরের ন্যায় মহাস্থান মৎস্য আড়ৎদার সমবায় ও বহুমুখী সমিতির উদ্যোগে এ মাছের মেলার আয়োজন করা হয়। নবান্নের কথা বলতে গেলে প্রথমে উঠে আসে অগ্রহায়ণ মাসের কথা। মনে পড়ে বাংলা উৎসবের সাথে মিশে থাকা বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি। প্রাচীনকাল থেকেই বাঙালিয়ানার পরিচয় পাওয়া যায় এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে। অগ্রহায়ণের শুরু থেকেই আমাদের গ্রামবাংলায় চলে নানা উৎসব-আয়োজন। নতুন ধান কাটা আর সেই সাথে প্রথম ধানের অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় এই উৎসব। বাঙালিদের বিচিত্র অনুষ্ঠান ও উৎসব পালিত হলেও নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন বাংলাদেশের মানুষের ঐতিহ্যবাহী শস্যোৎসব। এই নবান্ন উৎসবকে বাঙ্গালীদের মাঝে ছড়িয়ে দিতে জাতীয় নবান্ন উৎসব ১৪২৬ উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানহাটে বিরাট মৎস্য মেলার আয়োজন করা হয়। মহাস্থান মাছ হাটের সার্বিক পরিস্থিতি জানতে আয়োজক কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হায়দার আলী ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সভাপতি আলী হায়দার, মাছ বাজার ইজারাদার ইব্রাহীম হোসেন এর সাথে কথা বললে তারা জানান, প্রতি বারের তুলনায় এবার মাছের আমদানি মোটামোটা ভাল হবে বলে আশা করছেন । আমরা মাছ বাজার সফল করতে প্রায় ১ সপ্তাহপূর্বে থেকে প্রচার প্রচারনা চালিয়েছি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.