আসাদুজ্জামান খান
রাতভর জোড়াতালি দেই,
এই
ছিঁড়ে-খুঁড়ে যাওয়া নকশিকাঁথা মনটাকে।
এখানে সেলাই, সেখানে তালি
কোনো খানে আবার;
ছোট ছোট ক্ষত গুলোকে জুড়ে দেই শক্ত আঠায়,
নবাগত দিনের আশায়।সকালের শুরুতে আবার
দিন যাপনের আয়োজন,
মুখ আর মুখোশের ভিড়ে, একটু একটু করে
ক্ষয়ে যায় জোড়াতালি মন।রাতের আঁধারে আবার সেই
ছিঁড়েখুঁড়ে খাওয়া মনের মুখোমুখি,
আবারো সেই জোড়াতালি
সুঁইয়ের সূক্ষ সেলাই,
আশার আলোকে ভরা আবার একটি
সকালের অপেক্ষা!মনের নকশিকাঁথা জুড়ে আছে
অসংখ্য ছোট বড় জোড়াতালি,
সেখানে কেবলই ফোঁড়,
চিকন সুঁইয়ের যন্ত্রণা;
এভাবেই বেঁচে আছি আমি এবং......!
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.