মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮ নওগাঁ -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার ছেলিম এমপির ভাগ্নে সাঈদ হাসান (শাকিল) তরফদার (৩৫) কে আচরণ বিধি লঙ্ঘন করায় ভ্রম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাঈদ হাসান (শাকিল) তরফদার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অলঙ্কাপুর গ্রামে রাত ১১ টার দিকে চেয়ারম্যান সাঈদ হাসান (শাকিল) তরফদার একটি প্রাইভেট কার নিয়ে যান। এ সময় ভোটাদের সঙ্গে কথা বলছিলেন তিনি। মানুষের সংখ্যা বাড়লে উত্তেজনা শুরু হয়। এসময় কিছু টাকা খড়ের গাদার পাশে পড়েছিল। পরে তাকে জনতার তোপের মুখে পড়তে হয়। পরে পুলিশ প্রসাশন ও সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে যান।
সহকারী কমিশনার ভূমি রিফাত আরার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সাঈদ হাসান (শাকিল) তরফদার ওই এলাকার ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন, এমন অবস্থায় তাকে স্থানীয় জনসাধারণের তোপের মুখে পড়তে হয়। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। তবে ভ্রম্যমান আদালত পরিচালনার জন্য কিছু প্রমান লাগে যা স্থানীয়দের মাঝে ছিল না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাক নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮এর আইননুযায়ে ৩০/- হাজার টাকা জরিমানা করা হয়েছে।