সুবাস চন্দ্র,জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর বদলগাছী উপজেলার ৫২ নং শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রকিবুল হাসান (জুয়েল) গত ৭/০৯/২০২৩খ্রি: উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পর এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। ১৪ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকা প্রকাশ করেন প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি নওগাঁ জেলার সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। এর আগে শিসপ্রাবি ১৯২০ সালে স্থাপনের পর তিনি ২০১৭ সালে এ বিদ্যালয়ে যোগদান করেন। এরপর থেকে বিদ্যালয় এর বিভিন্ন সাফল্য অর্জন হতে শুরু হয়। তিনি বলেন, আমার মাধ্যমে ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ে, ২০১৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ে, ২০২২ সালে শ্রেষ্ঠ কাব শিশু-কাব শিক্ষক এবং ২০২৩ সালে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
এছাড়াও জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর মর্যাদা পেলেন যারা: শ্রেষ্ঠ সহকারী শিক্ষক অপিল কুমার দাস চকনিরখিন সপ্রাবি, পত্নীতলা, নওগাঁ। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস কুশাডাঙ্গা সপ্রাবি , নওগাঁ সদর, নওগাঁ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ রকিবুল হাসান শিবপুর সপ্রাবি, বদলগাছী, নওগাঁ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মোসাম্মদ রেজিনা ইয়াসমিন পলাশবাড়ী সপ্রাবি, ধামইর হাট,নওগাঁ। শ্রেষ্ঠ কাব শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রসাদপুর সপ্রাবি , মান্দা, নওগাঁ। শ্রেষ্ঠ কর্মচারী মোঃ এহসানুল কবির, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নওগাঁ। শ্রেষ্ঠ সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম , উপজেলা শিক্ষা অফিস, মান্দা, নওগাঁ। শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (ইউ আর সি) মোঃ কায়ছার হাবীব উপজেলা রিসোর্স সেন্টার ,মান্দা, নওগাঁ। শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই) মোঃ মাহমুদুন্নবী , পিটিআই, নওগাঁ । শ্রেষ্ঠ উপজেলা /থানা শিক্ষা অফিসার মোসা : সাফিয়া আখতার অপু উপজেলা শিক্ষা অফিস, মহাদেবপুর, নওগাঁ। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, সাপাহার, নওগাঁ। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় কীর্ত্তিপুর-২ সপ্রাবি, নওগাঁ সদর, নওগাঁ। শ্রেষ্ঠ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এস.এম.সি) এসএম সামসুল আরেফিন (সভাপতি) বকাপুর সপ্রাবি, মহাদেবপুর, নওগাঁ।