মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টার,নওগাঁ।
নওগাঁর মান্দায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আত্রাই নদীর পানিতে ডুবে রফিকুল ইসলাম (১০) নামের হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে। ২৫ অক্টোবর (শুক্রবার) দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার লক্ষীরামপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও চকরাজা হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও শিশু সদনের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মান্দা থানার লক্ষীরামপুর গ্রামে মেশকাত নামে তার এক বন্ধুর বাড়িতে গত বুধবারে বেড়াতে যায় সে। এরপর শুক্রবার দুপুর সোয়া ১২ টার দিকে তার বন্ধুর সাথে আত্রাই নদীতে গোসল করার জন্য নামে। এ সময় অসাবধানতা বশত নদীর পানিতে তলিয়ে যায় সে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পাওয়ায় বিয়ষটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে বিকেল সাড়ে ৪ টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত মাদ্রাসা ছাত্রের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.