মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় উপজেলা থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
গত শনিবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টা থেকে সরঞ্জাম বিরতণ শুরু হয়।
ভোট কেন্দ্রে নিরপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এসব সরঞ্জাম গাড়ি করে নিয়ে যাওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, জেলার ৫টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯ জন প্রার্থী।
৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। যেখানে ৬৫০ টি কেন্দ্রে ৪ হাজার ১১১ টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে। প্রতিটি কক্ষে একটি করে ব্যালট বাক্স এবং অতিরিক্ত আরো একটি করে বাক্স থাকবে।
রবিবার (০৭ জানুয়ারি) ভোরে ব্যালট পেপার, সিল প্যাড ও সিল কেন্দ্রে পাঠানো হবে।
এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে জানা যায় যে, ৬৫০ টি কেন্দ্রের মধ্যে ৪০৯ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.