নওগাঁর বদলগাছী থানাধীন মাহমুদপুর এলাকা থেকে ট্যাপান্টাডলসহ ০৬ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

প্রেস রিলিজ

মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ

র‌্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ০৮০০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মাহমুদপুর এলাকা হতে নেশা জাতীয় মাদক দ্রব্য ২৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ পিন্টু হোসেন (২৬), পিতা-মৃত মন্টু হোসেন, সাং-মাহমুদপুর, ২। মোঃ গোলজার হোসেন (৪৪), পিতা-মৃত হাতেম আলী, সাং-পাঁচঘরিয়া, ৩। মোঃ সোবহান হোসেন (২৬), পিতা-মৃত জাকির হোসেন, সাং-মাহমুদপুর, ৪। মোঃ রাসেল হোসেন (৩২), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-মাহমুদপুর, ৫। শ্রী জয়ন্ত পাহান (২৪), পিতা-শ্রী সুশিল পাহান, সাং-শ্যামপুর, এবং ৬। মোঃ উজ্জল হোসেন (৩৫), পিতা-মোঃ জব্বার হোসেন, সাং-মাহমুদপুর, সকলের থানা-বদলগাছী ও জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী পিন্টু এলাকার চিহ্নিত খুচরা মাদক কারবারী চক্রের প্রধান। গ্রেফতারকৃত আসামী গোলজার, সোবহান, রাসেল, জয়ন্ত ও উজ্জল পিন্টু এর সহযোগী হিসেবে কাজ করতো বলে জানা যায়।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েককদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল পিন্টু এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ২১-১২-২০২৩ ইং তারিখে ২০০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মাহমুদপুর এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল পিন্টু, গোলজার, সোবহান, রাসেল, জয়ন্ত ও উজ্জল কে আটক করে । পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ২৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *