জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছীর ৪১নং ঝাড়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিমা বানুর অপসারণ চাইলেন বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যসহ গ্রামবাসী। গত বৃহস্পতিবার ২রা নভেম্বর প্রধান শিক্ষিকা তানজিমা বানুর অনিয়মের তদন্ত আসা কমিটির নিকট তারা এই দাবী জানান।
স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা জানান, তসলিমা বানু ৪১নং ঝাড়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দ্বায়ীত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ম করে আসছে। বারবার মৌখিকভাবে বলার পরও প্রধান শিক্ষক তানজিমা বানুর কোন প্রকার ব্যবস্থা নেয় নি উপজেলা শিক্ষা অফিস। অদৃশ্য শক্তি ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে পার পেয়ে যাচ্ছিলো। আমাদের দাবী আগামী রবিবার ৫ই নভেম্বর থেকে প্রধান শিক্ষককে যদি এই বিদ্যলয় না আসে।
এর আগে গত ১৯শে অক্টোবর নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরাবর প্রধান শিক্ষিকা তানজিমা বানুর বিরুদ্ধে শিক্ষকদের অকথ্য ভাষায় গালি গালাজ,সঠিক ভাবে শ্রেণি পাঠ দান দিতে না পাড়া, ক্লাশ রুটিনে প্রধান শিক্ষকের ক্লাশগুলো সহকারীদের দ্বারা করিয়ে নেওয়া,
সহকারীদের দ্বারা ক্লাস বন্ধ রেখে অফিসের যাবতীয় কাজ করতে বাধ্য করা,প্রধান শিক্ষক সময় মত উপস্থিত না হয়ে ফোনে দপ্তরির দ্বারা সহকারী শিক্ষকদের উপস্থিত নিশ্চিত করেন ও বিভিন্ন নির্দেশনা দেওয়া,ব্যক্তিগত ও অফিসের কাজে অধিকাংশ সময় সহকারীদের ব্যবহার করার অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষকগন।
এছাড়াও একই তারিখে বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রধান শিক্ষিকা তানজিমা বানুর(শিখা) বিরুদ্ধে অনিয়মিত আগমন প্রস্থান, নিজ ইচ্ছামত জখন খুশি বিদ্যালয়ে আসা যাওয়া করে, কোন ক্লাস নেন না, অভিভবকদের সাথে তার খারাপ আচরণ দেখায়, সহকারী শিক্ষকদের সাথে ও খারাপ ব্যবহার করা, দপ্তরীর সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করা জাতীয় দিবস গুলোতে ও তার উপস্থিতি দেখা যায় না বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন এলাকাবাসী।
শিক্ষা অফিস সূতে জানা গেছে, ঝাড়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিমা বানুর বিরুদ্ধে শিক্ষকগন এবং অভিভাবক/ গ্রামবাসী দুইটি অভিযোগ করেছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অভিযোগের ব্যপারে প্রধান শিক্ষিকা তানজিমা বানু বলেন, এ বিষয়ে অভিযোগ হয়েছে। এবং তদন্ত হয়েছে আর কি।
এ ব্যপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষিকা তানজিমা বানু বিরুদ্ধে তদন্ত কমিটিকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হবে।
তিনি আরও বলেন, অভিযোগ প্রমানিত হলে প্রধান শিক্ষিকার ব্যবস্থা গ্রহণ করা হবে। সে সময় পর্যন্ত গ্রামবাসী, অভিভাবক সকলকে শান্ত থাকার আহব্বান জানান।