নওগাঁর বদলগাছীতে জাতীয় সংসদের তফসিল ঘোষণা হওয়ায় উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল

মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর বদলগাছীতে জাতীয় সংসদের তফসিল ঘোষণা হওয়ায় উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ১৫ ই নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশে ভাষণে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

সিইসি বলেন, ‘৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।’

নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বদলগাছী আওয়ামী লীগ আজ সন্ধ্যা ৭:৩০ টায় আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল উপজেলা চত্বরে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে চৌ-রাস্তার মোড়ে এসে শেষ হয়।

উক্ত আনন্দ মিছিলে অংশ নেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ মিজানুর রহমান (কিশোর), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, সদস্য মাহবুব আলম জামিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল আল হাসান তিতু, সিনিয়র সহঃ সভাপতি এস এম মুনিরুল ইসলাম সাজু, সম্পাদক জনি আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুসাইন খালেদ অরেঞ্জ, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদি হাসান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম রেজওয়ানুল করিম সুজন, প্রচার সম্পাদক রাজু আহমেদ শ্যামল,সদস্য নাসির উদ্দীন দর্পণ, বদলগাছী সদর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সাবেক ছাত্রনেতা শ্রী উজ্জ্বল কুমার মন্ডল, যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন টগর,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন, সম্পাদক সুব্রত কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাররা বিন মোঃ পলাশ, শ্রমিক লীগের সভাপতি মোঃ রুবেল হোসেন, ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন হোসেন, সম্পাদক জাহিদ হাসান, কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমান হোসেন সহ প্রমুখ নেতাকর্মী।

এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র উপজেলার বিভিন্ন পয়েন্ট সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *