নওগাঁর বদলগাছীতে একটানা বৃষ্টিতে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি

মোঃ সারোয়ার হোসেন অপু

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর বদলগাছীতে একটানা বৃষ্টির কারণে আগাম রবিশস্য ক্ষেত সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। জানা যায়, বদলগাছী উপজেলা সবজি ক্ষেতের জন্য বিখ্যাত এলাকা হিসাবে পরিচিত। এই উপজেলায় অন্যান্য ফসল থেকে রবিশস্য ফুলের ফসলের উপর নির্ভরশীল বেশী কৃষকেরা। উপজেলার বেশীর ভাগ কৃষকেরা আগাম জাতের সবজি চাষ আবাদ করে লাভবান হয়। কিন্ত এবার একটানা বৃষ্টির কারণে সমুদয় সবজি গাছ মাটিতে নুয়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।

কোলা ইউপির পুখুরিয়া গ্রামের শহীদুল ইসলাম, আব্দুস সালাম, পাহাড়পুর ইউপির জামাল হোসেন, কফিল উদ্দীন, বালুভরা ইউপির খাজামদ্দীনসহ অনেকে বলেন, অন্যান্য ফসল থেকে আমরা ফুলের ক্ষেত সবজির উপর নির্ভরশীল বেশী। তারা জানান আলু, বেগুন, মুলা, শিম, কপি, পটল, তরি, ঝিঙ্গা, লাল শাকসহ বিভিন্ন ফসল আগাম চাষ আবাদ করি। কোন দুর্যোগ না হলে প্রায় সংসারের ৬ মাসের খরচ আসে তাতে আমরা লাভবান হই।

এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, একটানা বৃষ্টিতে আগাম জাতের সবজির ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা যতদুর পারছি কৃষকদের পরার্মশ দিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *