মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে।
জানা যায়, ৯ ই ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে ও আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটির কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বদলগাছী উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সভাপতি ও বদলগাছী পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও বদলগাছী উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহম্মেদের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডিএম এনামুল হক, বদলগাছী উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আব্দুর রউফ, সদস্য সুরঞ্জনা গোস্বামী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, ব্রাক ও দাবী উন্নয়ন মূলক সংস্থার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন,
বদলগাছী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডিএম এনামুল হক, দূর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আব্দুর রউফ।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু রায়হান লিটন, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার সম্পাদক সাংবাদিক আশিক হোসেন, সেন্ট্রাল প্রেসক্লাব বদলগাছীর সহঃ সভাপতি সাংবাদিক এস এম মোস্তাকিম, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জর গিফারী, সদস্য সাংবাদিক রানা হামিদ।
পরিশেষে উক্ত আলোচনা সভার সভাপতি ও উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরীর সমাপনী বক্তব্যের উক্ত আলোচনা সভার সমাপ্তি হয়।