শহিদুল ইসলাম: ধনবাড়ী প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে লাইসেন্স না থাকায় এক চাল কল মালিককে ৫০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে ধনবাড়ী উপজেলার ভাইঘাট বিভিন্ন এলাকায় মিল পরিদর্শন ও অবৈধ মজুদ অভিযান পরিচালনাকালে লাইসেন্স না থাকায় মেসার্স এম হোসেন ট্রেডার্স এ জরিমানা করা হয়। এ জরিমানা আদায় করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম ।
অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হুসাইন, উপজেলা খাদ্য পরিদর্শক মো: মাহমুদুল হাসান সহ পুলিশ সদস্যগণ ও খাদ্য অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, আকস্মিকভাবে বাজারে চালের দর বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানে গোডাউনে অবৈধভাবে চাল মজুদ ও সরকারি লাইসেন্স না থাকায় এক মিল মালিককে মোট ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মজুদদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.